জাতীয়
সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন (ইন্নািলল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান নিউজ নাউ বাংলাকে এ তথ্য জানান।
সাদেক হোসেন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সেখানেই ক্যানসারেের চিকিৎসা করাচ্ছিলেন। গত বেশকিছুদিন ধরেই তার শারীরিক অবস্থার অবণতি হয়।