আন্তর্জাতিক
সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বিষয়ে আলোচনার ঘোষণার কয়েক ঘন্টা পরই সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার ওনসান বন্দর থেকে প্রায় ৪শ’ ৫০ কিলোমিটার দূরে পরীক্ষাটি চালানো হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিন জো আবে।
ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ অনুমোদন দেয় জাতিসংঘ।
গেলে আগস্টে ডুবোজাহাজ থেকে ফুকগুকসং- ওয়ান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণের পর জাপানের অভিমুখে ৫শ’ কিলোমিটার উড়ে গিয়েছিল।