সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল: ড্র করেই সেমিতে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠতে ড্র করলেই সেমিফাইনাল এই সমীকরণে ভারতের সঙ্গে ড্র করেই ফাইনালে উঠলো বাংলাদেশ।নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে আসা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে সবার আগে সেরা চারে উঠল।প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা ভারতকে জমাট রক্ষণ দিয়ে আটকে রাখে টার্নারের শিষ্যরা। কাউন্টার অ্যাটাক করে বাংলাদেশ ৩৪তম মিনিটে ভালো একটি সুযোগও পেয়েছিল। কিন্তু বাঁ দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রসটি পা ছোঁায়াতে পারেননি মারাজ হোসেন।সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার দুই দলের আগের দুই দেখায় ২০১৫ সালে সেমি-ফাইনালে টাইব্রেকারে জিতেছিল ভারত। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ছিল বাংলাদেশ।