শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ।
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে চলমান দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন আওয়ামী লীগ। গত ১৫ই অক্টোবর মঙ্গলবার ভার্জিনিয়ার ফলস চার্চ কাবাব কিং রেস্টুরেন্টে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ শুদ্ধি অভিযানের সমর্থনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি নুরুল আমিন নুরু। এম নবী বাকী সভা পরিচালনার শুরুতেই সম্প্রতি নিহত আবরার ফাহাদের আত্মার প্রতি সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উপদেস্টা প্রফেসর জিয়াউদ্দিন খান, সহসভাপতি মোহাম্মদ আযম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন,সদস্য ফরিদুল ইসলাম,সদস্য শাহরিয়ার আলমগীর,মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য,সহসভাপতি আবু বকর সিদ্দিক সাজ,সহসভাপতি সাইফুল ইসলাম। নুরুল আমিন নুরু
সমাপনী বক্তব্য রাখেন। এছাড়াও
সভায় অন্যান্যের সংগে আরো উপস্হিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উপদেষ্টা শাহজাহান মিয়া,দফতর সম্পাদক আসিফ চৌধুরী রায়হান,সদস্য রিমন সর্দার,সদস্য লুৎফর রহমান সেতু,সদস্য মনির হোসেন, সদস্য শহীদুল ইসলাম,বিটু, যুবলীগের সহসভাপতি হাসানুল আমিন, যুগ্ম সম্পাদক আজিম আযর,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জামাল, স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি উত্তম মন্ডল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম।