শান্তি সম্প্রীতির বার্তায় দেশে দেশ শুভ বড়দিন উদযাপন

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ভ্যাটিকানে ধর্মগুরু পোপ ফ্রান্সিস, ঐশ্বরিক ভালোবাসার ছায়াতলে সবাইকে সমর্পিত হওয়ার আহ্বান জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দিনেও অভিসংশন ইস্যুতে ডেমোক্র্যাটদের একহাত দেখে নেন। তবে যিশুর জন্মস্থান পশ্চিমতীরের বেথেলহেমসব বিভিন্ন দেশের গীর্জায় ধ্বনিত হয় শান্তির বানী।
ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় সমবেত হাজার হাজার মানুষ। কন্ঠে তাদের খ্রীস্ট ধর্মের প্রবর্তক যিশুকে স্বাগত জানানোর আহ্বান।
ভালোবাসার বার্তা দেন পোপ ফ্রান্সিস। বলেন, মানুষ যত পাপীই হোক না কেন, ঈশ্বরের অসীম ভালোবাসায় কোনো কমতি নেই।
যিশুর জন্মস্থান বেথেলহেমে উৎসবে যোগ দেন বিশের বিভিন্ন দেশের মানুষ। তুরস্ক, মেক্সিকো, ফ্রান্সসহ অন্য দেশেও আলো ছড়ায় উৎসব। শান্তির বার্তা দেশ বিশ-নেতারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দিনেও অভিসংশন ইস্যুতে ডেমোক্র্যাটদের কটাক্ষ করেন। বলেন, তাকে ক্ষমতা থেকে সরানো মতো যথেষ্ট প্রমান নেই বিরোধীদের কাছে।
মেক্সিকো, তুরস্কসহ বিভিন্ন দেশে গির্জায় গির্জায় ছিলো যিশুর কাছে পাপ মুক্তির প্রার্থনা।
এদিকে ফিলিপাইনে বড়দিনে আঘাত হানে টাইফুন ফ্যানফোন। হতাহতের খবর না পাওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আর হংকংয়ে বড়দিনের আগের রাতেও সরকারবিরোধী বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের দমাতে টিয়ার শেল ও লাঠিচার্জ করে পুলিশ।