জাতীয়জেলার খবর

শরীয়তপুরের ডিসির শৃঙ্খলা পরিপন্থি আচরণ তদন্তে কমিটি

অনৈতিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ওএসডি হওয়া শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের শৃঙ্খলা পরিপন্থি আচরণ তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার।

জনপ্রাশসন মন্ত্রণালয় রোববার (২২ জুন) এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শৃঙ্খলা-২ অধিশাখা) ডা. মো. নূরুল হককে সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধিকে (যুগ্মসচিব পদমার্যদার নিচে নয়) সদস্য সচিব করা হয়েছে।

এতে বলা হয়, মোহাম্মদ আশরাফ উদ্দিনের শৃঙ্খলা পরিপন্থি আচরণের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটিকে সুষ্ঠু তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হলে ২১ জুন তাকে ওএসডি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button