Leadরাজকূট

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো গুম দেখতে চাই না: তারেক রহমান

বাংলাদেশে আর কোনো পরিবারের সদস্য যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের শিকার না হন সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৬ মে) গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে হবে।’
 
গুমকে অমানবিক ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি অসহায় পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আর কোনো ব্যক্তি যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে।
গত ১৬ বছরে গুম হওয়াদের পরিসংখ্যান উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ২০০৯ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন গুম হয়েছেন। আমাদের হিসাবে উল্লিখিত গুমের সংখ্যা আরও কয়েকগুন বেশি হবে। এদের মধ্যে অধিকাংশ এখনও নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে আবার অনেকদিন পর কাউকে গ্রেফতার দেখানো হয়েছে।
 
তার মতে গুম হলো বিগত আওয়ামী শাসনামল একটি বর্বর দুঃশাসনের নমুনা।

Related Articles

Leave a Reply

Back to top button