আন্তর্জাতিক

রাজনীতিতেই আসতে চাননি মোদী

প্রতি মাসের শেষ রোববার রেডিওতে মনের কথা শোনান ভারতের প্রধানমন্ত্রী। আজ শোনালেন, কোনও দিন রাজনীতিতে আসার ‘মন ছিল না’। কোনও দিন ভাবেনওনি নরেন্দ্র মোদী।
নভেম্বরের শেষ রোববার ‘এনসিসি দিবস’। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলছিলেন এনসিসি-র সদস্যদের সঙ্গে। তাঁদেরই এক জন প্রশ্ন করেন মোদীকে, ‘‘নেতা না হলে কী হতেন?’’ জবাবে প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘‘ছোট থেকে অনেকের অনেক কিছু হবার ইচ্ছা হয়। কিন্তু সত্যি বলতে, কোনও দিন রাজনীতিতে আসার মন ছিল না। ভাবিওনি কখনও।’’ অবশ্য এখানেই নিজের বক্তব্যের ইতি টানেননি প্রধানমন্ত্রী। তিনি যোগ করেন ‘‘রাজনীতিতে এসেই যখন পড়েছি, তখন আর দিন-রাত বিচার করি না। দেশের সেবায় পুরোপুরি সঁপে দিয়েছি নিজেকে।’’
সূত্র: আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Back to top button