অর্থ বাণিজ্য

রবির পাওনা আদায় নিয়ে হাইকোর্টের রুল, রোববার আদেশ

বেসরকারি মোবাইল সেবদানকারী কোম্পানি রবির কাছে থেকে ৮৬৭ কোটি টাকা আদায় থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। পাওনা টাকার বিষয়ে আদেশ রোববার নির্ধারণ করেছেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ।
গত বছরের ৩১ জুলাই বিটিআরসি ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে রবিকে চিঠি দিয়েছিল। পরে ওই চিঠির বিষয়ে রবি নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে। একই সঙ্গে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।
রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন আদালত। পরে রবি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে।

Related Articles

Leave a Reply

Back to top button