আন্তর্জাতিক

যুদ্ধবিরতি স্থায়ী হলে তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় যুদ্ধবিরতি স্থায়ী করলে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, যুদ্ধবিরতী স্থায়ী করতে রাজি হয়েছে তুরস্ক। সিরিয়া থেকে এরইমধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও ছোট একটি গ্রুপ তেলের খনি সুরক্ষায় কাজ করবে বলে জানান তিনি।
এদিকে ট্রাম্পের এ বক্তব্যের দিনই তুর্কি-সিরিয়া সীমান্তের দুটি শহরে নতুন করে সেনা মোতায়েন করে রাশিয়া। গেল ৯ অক্টোবর কুর্দি বিদ্রোহী ও আইএস দমনে তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এরপরই তুরস্কের দুই মন্ত্রণালয় ও তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে গেল ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৫ দিনের যুদ্ধবিরতিতে যায় তুরস্ক।

Related Articles

Leave a Reply

Back to top button