জেলার খবর
মিন্নি এখন ঢাকায়।
চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য ঢাকায় এসেছেন বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার ৭ নম্বর আসামি ও রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। রোববার সকালে হাইকোর্টে আইনজীবী জেড আই খানের চেম্বারে বাবার সঙ্গে আসেন মিন্নি। পরে আইনজীবী বলেন, আয়শার বিরুদ্ধে যে অভিযোগপত্র দেয়া হয়েছে, তা মনগড়া। এতে মূল আসামিদের অব্যাহতির সুযোগ তৈরি হয়েছে। জজ মিয়া ও জাহালমের মতো আরেকটি ঘটনা ঘটেছে এখানে। গত ৩ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার আয়শা জামিনে মুক্তি পান। গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রী আয়শার সামনে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে মারা যায় রিফাত।