মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটকের পর নাটক
মহারাষ্ট্রের রাজনৈতিক নাটক এখনই শেষ হচ্ছে না! শনিবার সাতসকালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির দেবেন্দ্র ফডণবীস এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে এনসিপির অজিত পওয়ারের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরেই মুম্বইয়ে উদ্ধব ঠাকরেকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন শরদ পওয়ার। সেখানেই তিনি ঘোষণা করলেন, উদ্ধবের নেতৃত্বেই সরকার গড়বে তাঁদের জোট। বিজেপির কাছে যে সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা নেই, সে বিষয়েও তাঁরা নিশ্চিত বলে জানিয়েছেন শরদ।
এখানেই শেষ নয়। এ দিন দুপুরে মুম্বইয়ের ওয়াই বি চহ্বাণ সেন্টারে শিবসেনা-এনসিপির ওই যৌথ সাংবাদিক সম্মেলনে দেখা গেল, তিন জন ‘বিদ্রোহী’ এনসিপি বিধায়ককেও। ওই তিন জনকেই সাতসকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে অজিত পওয়ারের সঙ্গে রাজভবনে ছিলেন। এনসিপি প্রধান শরদ পওয়ার এ দিন দাবি করেন, ‘‘যে ১০-১১ জন এনসিপি বিধায়ক এ দিন সকালে রাজভবনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে তিন জন বিধায়ক এখানে উপস্থিত আছেন।’’ ওই ‘বিদ্রোহী’দের মধ্যে এক জন বলেন, ‘‘অজিত পওয়ার আমাদের ঠকিয়েছেন। সকালে অজিতের থেকে ফোন পেয়েই আমরা রাজভবনে গিয়েছিলাম। তখন জানতামই না, ঠিক কী কারণে আমাদের ওখানে যেতে বলা হয়েছিল!’’
বিজেপির সঙ্গে যে এনসিপির বিধায়কেরা হাত মেলাননি সে ব্যাপারে নিশ্চিত শরদ। তিনি যখন এ দাবি করছেন, তখন তাঁকে সমর্থন করেছেন সকালে রাজভবনে যাওয়া অন্য এক এনসিপি বিধায়ক। তিনি বলেন, ‘‘সাতসকালে রাজভবনের সামনে আমাদের ৮-১০ জন বিধায়ক অজিত পওয়ারের সঙ্গে দেখা করি। পরে জানতে পারি, রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘গোটাটাই অজিত পওয়ার একাই করেছেন। এনসিপির সকলেই এখনও শিবসেনা ও কংগ্রেসের সঙ্গেই রয়েছেন।’’
এর আগে মহারাষ্ট্রে এনসিপির কয়েকজন বিধায়ককে ভাগিয়ে সরকার গড়ে ফেলে বিজেপি। ভোরের আলো ঠিক মতো ফোটার আগেই চুপচাপ প্রত্যাহার করা হয় রাষ্ট্রপতি শাসন। তার সোয়া দু’ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফডণবীস। আরও বড় চমক দিয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার।
কোন পথে, কোন সূত্রে এবং কখন এই নতুন সমীকরণ তৈরি হল, এখনও গভীর ধোঁয়াশা তা নিয়ে। কিন্তু যে কোনও মূল্যে মুখ্যমন্ত্রী পদ দখল করার হুঙ্কার ছাড়তে থাকা শিবসেনার হাত থেকে যে বেরিয়ে গেল পুরো খেলাটাই, তা নিয়ে রাজনৈতিক শিবিরের সংশয় কমই।