ঢাকা

মশা মারতে উত্তর সিটির খরচ ৫০ কোটি।

এবছর রাজধানী জুড়ে ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দ তিন গুণ বাড়িয়ে বার্ষিক বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগর ভবনে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম। ঘোষিত বাজেটে মশা নিয়ন্ত্রণে ৪৯ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎগত অর্থবছরের চেয়ে বরাদ্দ ৩০ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে। এবার এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনায় পড়েন ঢাকার দুই মেয়রই। নগরবাসী অভিযোগ তোলেন, সিটি করপোরেশনের মশা মারার কার্যক্রম গতিহীন ছিল বলেই ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে।এর মধ্যেই সিটি করপোরেশনের মশা মারার ওষুধের কার্যকারিতা হারানোর বিষয়টিও উঠে আসে। পরে তড়িঘড়ি করে কার্যকর কীটনাশক আনতে হয় সিটি করপােরেশনকে।

Related Articles

Leave a Reply

Back to top button