জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, চালকদের প্রশিক্ষণের তাগিদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে রেল কর্মকর্তা ও চালকদের প্রশিক্ষনণের তাগিদ দিয়েছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার তৎপরতা ও পরবর্তী পুনর্বাসনে সরকারের সব সহযোগিতা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যলয়ে বেপজার ৩৪তম সভায় শেখ হাসিনা বলেন, গনতান্ত্রিক ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বেপজার সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্পায়নের পাশাপাশি আমাদের নজর দিতে হবে কৃষিতে। পরিবেশ রক্ষার পাশাপাশি নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বিনিয়োগের আকর্ষনীয় কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ।
বৈঠকে ব্রাহ্মনবাড়িয়ার ট্রেন দূর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বঙ্গবন্ধু কণ্যা। নিহত ও আহতদের পরিবারেরর প্রতি শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
যাত্রী সেবায় সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button