জেলার খবর

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত।

কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহত দুজনই যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি। ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৭ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৯ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, টেকনাফের জাদিমোরায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হয়। তাদের উপস্থিত টের পেয়ে অস্ত্রধারীরা গুলি ছুঁড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ পাল্টা গুলি করলে দুই যুবক গুলিবিদ্ধ হয়। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত দুই রোহিঙ্গা ডাকাতের নাম আব্দুল করিম ও নেছার আহমেদ।
এদিকে কুষ্টিয়ায় পুলিশ ও দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে সুজন মালিথা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয় । ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ফেনসিডিল ও পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button