খেলা

ফুটবল খেলা নিয়ে ছাত্র সংঘর্ষের পর কুয়েট বন্ধ।

ফুটবল খেলা নিয়ে দুই দল শিক্ষার্থীর সংঘর্ষের পর বন্ধ হয়ে গেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। শুক্রবার মধ্যরাতে কুয়েট কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
তবে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা হবে বলে জানিয়েছেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।
ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয় কুয়েট। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন । কুয়েট বন্ধ ঘোষণা করে শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি ও রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Related Articles

Leave a Reply

Back to top button