জাতীয়

পুশ ইনে আতঙ্কের কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইনে আতংকিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বাংলাদেশের নাগরিক না হলে কাউকেই ঢুকতে দেয়া হবে না।
সচিবালয়ে সাম্প্রতিক নানা ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, সম্প্রতি ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জি- এনআরসি প্রকাশের পর ভারত থেকে কিছু সংখ্যক মানুষকে রাজশাহীসহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা হচ্ছে কি-না? উত্তরে মন্ত্রী বলেন, এতে উদ্বেগ, আতঙ্কের কিছু নেই।
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএসএফের পুশইনে বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাংলাদেশি নাগরিক না হলে কেউ সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে না। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে প্রস্তুত রয়েছে। অবৈধভাবে পুশইনের যেকোনও চেষ্টা বিজিবি প্রতিরোধ করতে সক্ষম। তারা সেই প্রস্তুতি নিয়েই সীমান্ত পাহারা দিচ্ছে।’
তিনি জানান, পুশ ইনের ব্যাপারে ভারত সরকার কোনো চিঠি বা আবেদন পাঠায়নি। যারা অবৈধভাবে গেছে তারাই পালিয়ে দেশে আসছে কিনা তা জানতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, আগে রোহিঙ্গারা বিভিন্নভাবে ভারতে গিয়েছিলো, তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলো। তবে তাদের ঢুকতে দেয়া হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button