পুলিশের জরুরি সতর্ক বার্তা

অভিনব কৌশলে যাত্রীদের মাইক্রোবাসে তুলে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে অর্থ ছিনিয়ে নিচ্ছে প্রতারকচক্র। এ ধরনের প্রতারণা থেকে জনসাধারণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, সাম্প্রতিক সময়ে এমন ঘটনার অভিযোগ পুলিশের কাছে এসেছে।
অস্ত্রের মুখে বিকাশে টাকা আদায়ের ফাঁদ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারকরা প্রথমে নিরীহ যাত্রীদের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাসে তোলে। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। কখনো কখনো তাদের পরিবারের সদস্যদের ফোন করে বিকাশে অর্থ দাবি করেও প্রতারণা করছে চক্রটি।
ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ
পুলিশ জানিয়েছে, এই ধরনের প্রতারণা এড়াতে পথিমধ্যে অপরিচিত কোনো মাইক্রোবাস বা সন্দেহজনক যানবাহনে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এছাড়া একাকী ভ্রমণকালে সতর্ক থাকার অনুরোধও করা হয়েছে। পথে চলার সময় নিজের অবস্থান ও গন্তব্য সম্পর্কে পরিবার বা নিকটজনকে অবহিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরিচিত খাবার নয়, সন্দেহ হলে ৯৯৯ এ ফোন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার না গ্রহণ করতে এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টির মতো প্রতারকচক্র থেকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা পরিস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।