জাতীয়

পিইসিতে ১৫ শিশু বহিস্কার কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশের ১৫ জন শিশুকে বহিষ্কার করা কেন অবৈধ হবে না, জানতে চেয়ে ২ সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
একইসঙ্গে এ-সংক্রান্ত শৃঙ্খলা ভঙ্গবিষয়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। একটি দৈনিকে ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে এ রুল দেন হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Back to top button