পাঁচার হওয়া অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরে যাবেন দুদক কর্মকর্তারা

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মীদের শিশুদের জন্য ‘ডে কেয়ার সেন্টার’ উদ্বোধনকালে এই তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ ।
দুদক চেয়ারম্যান বলেন, “গতকাল কমিশনে একটি সিদ্ধান্ত হয়েছে, তা হল আমাদের আসামিদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনার চেষ্টা করছি। আমরা অর্থপাচারের বিষয়ে বিভিন্ন দেশ থেকে বেশ কিছু তথ্য পাচ্ছি। এসব তথ্যের ভিত্তিতে আমরা দুদক থেকে টিম পাঠানোর চিন্তা-ভাবনা করছি।
“আমাদের টিম এখানকার আদালতের আদেশ নিয়ে ওই দেশের আদালতের কাছে যাবে ওই অর্থ বাজেয়াপ্ত করার জন্য। ইতোমধ্যে হংকংয়ে এমন একটা হয়েছে। এমনিভাবে অন্যান্য দেশেও আমাদের টিম যাবে। দেশ থেকে পাচারকৃত অর্থ বা জনগণের সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, “শুধু ক্যাসিনো সংশ্লিষ্টতার বিষয়ে নয়, আমরা আরও বেশ কিছু তথ্য পেয়েছি যার ভিত্তিতে খুব শিগগিরই সিঙ্গাপুরে টিম পাঠানো হবে। তারা অবৈধ বা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবে। আর বিদেশে অবস্থানরত আসামিদের বিষয়ে খুব শিগগিরই ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছি আমরা।”