জাতীয়

পদ্মায় বসলো আরো একটি স্প্যান, দৃশ্যমান ২ হাজার ৪শ’ মিটার

পদ্মাসেতুতে বসলো ১৬তম স্প্যান। এর ফলে সেতুর ২হাজার ৪০০ মিটার দৃশ্যমান হলো।
সকাল ১০টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যে আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে নিয়ে যায় তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। ক্রেনটি সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের কাছে পৌঁছায়। দুপুরের ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হয়
প্রকেৌশলীরা জানান, কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬-১৭ নম্বর পিলারের দূরত্ব কম হওয়ায় স্প্যান নিয়ে যেতে বেশি সময় লাগেনি। তাই কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দিয়ে একই দিনে স্প্যান বসানো সম্ভব হয়েছে।
এ মাসেই পদ্মা সেতুতে আরও দুটি স্প্যান বসানো হবে। কয়েকদিনের মধ্যে বসানোর শিডিউল আছে স্প্যান ৪-ডি। এটি বসানো হবে ২২-২৩ নম্বর পিলারে। তবে নাব্য সংকটের কারণে স্প্যান বসাতে প্রকৌশলীদের অপেক্ষা করতে হচ্ছে। চ্যানেলে নাব্য ফেরাতে ড্রেজিং অব্যাহত আছে।
সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে কনস্ট্রাকশন ইয়ার্ডে এসেছে ৩১টি স্প্যান। ১৫টি স্থাপন করা হয়েছে, পাঁচটি প্রস্তুত আছে,

Related Articles

Leave a Reply

Back to top button