নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় মেয়েরা খেলাধূলার জন্য মাঠে নামতে পারতো না। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। তাই মেয়েরা খেলাধূলাতে সাফল্য পাচ্ছে।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। এ সময় টি২০ বিশ্বকাপের বাঁছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানায় মন্ত্রী পরিষদ। পরে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করর্পোরেশন অাইন এর অনুমোদন দেয়া হয়। অনুমোদন পায় এস এম ই নীতি মালা। বৈঠকে জানানো হয়, ৭৮ লাখ কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দিতে এই নীতিমালা করা হয়েছে। এসএমই খাত থেকে জিডিপির ২৫ শতাংশ অাসে। নীতিমালাটি বাস্তবায়ন হলে ২০২৪ সালে এসএমই খাত থেকে জিডিপির ৩২ শতাংশ অাসবে বলে জানান। নীতিমালা বাস্তবায়নে শিল্প মন্ত্রীর নেতৃত্বে ৩৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।