নতুন আইনেই পরিবহন খাত চলবে: সেতুমন্ত্রী

পুরনো নয় নতুন সড়ক আইনেই পরিবহন খাত চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নতুন আইন প্রয়োগ থেকে সরকার সরে আসেনি, কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় আইনটি সহনীয় মাত্রায় বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার ( ২৫ নভেম্বর) দুপু্র সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি জানান, সড়ক আইন বাস্তবায়ন ও এ নিয়ে সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে যেসব দাবি ছিল তা পরীক্ষা নিরক্ষা করে দেখা হবে। তবে এই মুহূর্তে কিছু নতুন করে কিছু করা সম্ভব না নয় বলে জানান তিনি। বলেন, সংসদে যেহেতু আইন পাশ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গেও ই বিষয় নিয়ে আলোচনা করার কথা বলেন।
আইন প্রয়োগ করতে গিয়ে দেশজুড়ে যখন অচলাবস্থা হয়, তখন গণমাধ্যম ভোগান্তির চিত্র তুলে ধরেছে। সব বন্ধ হলে অচলাবস্থা সৃষ্টি তো হবেই, বাস্তবতার নীরিক্ষে রয়ে সয়ে চলতে হবে বলে উল্লেখ করেন তিনি। আরো বলেন, সড়ক আইনের বিধি হয়ে গেলে অনেক কিছু সমাধান হবে। সবার আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত তো চাপিয়ে দেয়া হয়নি, সবার সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত হয়েছে।
পরিবহন নেতাদের কাছে সরকার জিম্মি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কারো কাছে কেউ জিম্মি নয়। বাস্তব প্রেক্ষাপটের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, যদি দিনের পর দিন অচলাবস্থা চলতে থাকে তবে কি ধরনের সংকট তৈরি হতে পারে সে প্রশ্ন তোলেন সাংবাদিকদের কাছে। এসব বিবেচনা করেই আইনটি সহনীয় প্রয়োগের কথা বলা হয়েছে। আরো বলেন, পরিবহন নেতা কিংবাবা চালক শ্রমিকদের হুমকিতেও সরকার পিছু হটেনি।
আরো বলেন, এখানে পরিবহন নেতাদের সিদ্ধান্তের বাইরেও ধর্মঘট করা হয়েছে। সেখানে নানা মেরুকরণ ছিলো বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। আরো বলেন, লাইসেন্স জটিলতা দ্রুত নিরসনে বিআরটিএ কাজ শুরু করবে। জনবল বাড়ানের উদ্যোগ নেয়া হয়েছে দ্রুত জনবল সঙ্কট সমাধান হবে। চালক তৈরীর জন্য বিরাট প্রকল্প আছে, বিআরটিসি ও বিআরটিএ উদ্যোগ নিয়েছে। দক্ষ চালক সৃষ্টিতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান সড়কমন্ত্রী।