জাতীয়

দেশে ফিরছেন রাষ্ট্রপতি

উরুগুয়ে এবং লন্ডনে ১১ দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেয়ার পর এবং ৪ মার্চ লন্ডনে আরও কিছু বেসরকারি অনুষ্ঠানে অংশ নেয়ার পর দেশে ফিরে আসছেন।

আবদুল হামিদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে গত ২৬ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ সফরে তার সঙ্গে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button