জাতীয়
দুদকের সবাই সাধু নয়: এটর্নি জেনারেল
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকের কেলেংকারিতে যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। দুর্নীতিবাজ যদি আইনশৃঙ্খলাবাহিনীরও হয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া উচিত। দুদক এ পর্যন্ত বেসিক ব্যাংকের ঘটনায় ৬১টি মামলা করেছে। সংশ্লিষ্ট অনেক ব্যবসায়ী ও ব্যাংকার গ্রেপ্তার হয়েছেন। অনেকে কারাগারেও আছেন।
এ’সময় দুদকের ভেতর সবাই সাধু নয় বলেও মন্তব্য করেন এটর্নি জেনারেল।