Leadঅপরাধ-আদালত

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার হত্যায় আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বুধবার (১৪ মে) সকালে বলেন, “ঢাবি শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের কাছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ছিলেন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

শাহরিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ভিসি নিয়াজ আহমেদ ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভ চলাকালে উপাচার্য বাসভবনের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের স্লোগানের মুখে পড়েন উপাচার্য। এক পর্যায়ে তিনি দুই হাত তুলে বলেন, “তোরা আমাকে মারবি? মার, মেরে ফেল আমাকে।” পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে রওনা হন।

মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে এলে ছাত্ররা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে কিছু দোকান ভাঙচুর করে এবং সেখানকার ভাসমান মাদকসেবীদের সরিয়ে দেয়। পরে উপাচার্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে আবারও ছাত্রদলের কর্মীদের বাধার মুখে পড়ে শাহরিয়ারকে দেখার সুযোগ পাননি তিনি।

রাতে আবার ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, “গত আট-নয় মাসে বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাদের পদে থাকার নৈতিক অধিকার নেই।”

বুধবার (১৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “পুলিশের সঙ্গে কথা হয়েছে। এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।”

Related Articles

Leave a Reply

Back to top button