অর্থ বাণিজ্য

ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ

ইফাদ গ্রুপের ভাইস-চেয়ারম্যান তাসকিন আহমেদ ২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া একই মেয়াদে সিনিয়র সহ-সভাপতি পদে রাজীব এইচ চৌধুরী ও সহ-সভাপতি হিসেবে মো. সালিম সোলায়মান নির্বাচিত হয়েছেন।

আজ রোববার ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্বভার গ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিসিসিআই’র নব-নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেন, এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম ও বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান, তাঁর প্রতিষ্ঠানটি দেশে অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ভোগ্যপণ্য খাতের ব্যবসার সাথে সম্পৃক্ত।

তাসকীন আহমেদ ১৯৯৯ সালে তাঁর পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে, তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব দেন। এছাড়াও তাসকীন আহমেদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন বাণিজ্য সংগঠনে সম্পৃক্ত থাকাকালীন তিনি আঞ্চলিক ব্যবসায়িক প্রেক্ষাপটে দৃঢ় অর্থনৈতিক অংশীদারীত্ব উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যবসার স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button