Leadঅপরাধ-আদালতঢাকা

ঢাকা এখন অনেকটাই ফাঁকা

চিরাচরিত যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। কমেছে মানুষের কোলাহল, হকারের হাঁকডাক আর যন্ত্রযানের হুইসেল, নেই চিরচেনা যানজট। পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। এখনো অনেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন। ফলে ফাঁকা হয়ে যাচ্ছে এই মেগা শহর।

এদিকে ফাঁকা শহরে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। অফিস-আদালত বন্ধ হওয়ায় যাত্রী কম থাকায় গণপরিবহনগুলোতে ফাঁকা সিট নিয়ে যেতে দেখা যায়।

সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন এলাকায় দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম। সড়কগুলো যাত্রীর তেমন চাপ দেখা যায়নি।

বেশিরভাগ যানবাহনে রয়েছে যাত্রী সংকট, যাত্রীর অভাবে আসন ফাঁকা রেখেই গন্তব্যে যাচ্ছে যানবাহনগুলো। যাত্রী সংকটে এসব পয়েন্টে কিছু সময়ের জন্য বাসগুলোকে অপেক্ষা করতেও দেখা গেছে। বাস ও লেগুনার স্টাফদের দীর্ষ সময় ধরে যাত্রীর জন্য ডাকাডাকি করতে শোনা গেছে।

রাজধানীতে কিছু যানবাহন চলাচল করলেও সড়কের কোথাও যানজটের চিত্র দেখা যায়নি। তবে বিভিন্ন ট্রাফিক সিগন্যালে স্বল্প সময়ের জন্য গাড়িগুলোকে থামতে দেখা যায়। সেই সঙ্গে ফাঁকা রাস্তায় রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াতে দেখা গেছে। ভাড়ায় চালিত পাঠাও চালকদের যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়।

পল্টনে রিকশাচালক খাইরুল মিয়া বলেন, যাত্রী কম, তবু টুকটাক পাচ্ছি। ঈদ ঢাকাতেই করব; তাই যা আয় করতে পারি।

মগবাজারের বাসিন্দা আলম মিয়া বলেন, সব সময় যদি এমন ঢাকা পাওয়া গেলে বসবাস করে আরাম হতো। দূষণ থাকত না। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সহজ হত।

মোহাম্মদপুরে বাস চালক সুমন মিয়া বলেন, বুধবার যাত্রীর চাপ ছিল। আজকে পুরো বাস ফাঁকা। যাত্রীর তেমন চাপ নেই। উল্টো সংকট আছে যাত্রীর। হাজিরা উঠবে কিনা টেনশন আছি। হয়তো টিপ কমিয়ে দিতে হবে।

ঝিগাতলার লেগুনার চালক রবিউল হুসাইন বলেন, সকাল থেকে যাত্রী নাই; তার উপরে আবার বৃষ্টি হচ্ছে। একটি গাড়ি ভরতে ৪০ থেকে ৫০ মিনিটের বেশি সময় লেগে যায়। যেখানে আগে সেটি ১০ থেকে ২০ মিনিটে হয়ে যেত। ঈদে যাত্রীদের চাপ কমে গেছে। আজকে নিয়মিত যাত্রীর চেয়েও কম।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক রিপন মিয়া বলেন, যানজট নেই। যাত্রী যা আছে ভালোই ইনকাম হচ্ছে। নিয়মিত ভাড়ার সঙ্গে পাঁচ থেকে ১০ টাকা ঈদের বকশিশও পাচ্ছি।

কারওয়ান বাজারের সিগন্যালে কথা হয় ফুটপাতের চা দোকানদার দেলোয়ার হোসেন সঙ্গে। তিনি এবার ঈদে বাড়ি যাননি। বরিশালে বাড়ি হলেও ঢাকাতে ঈদ উদযাপন করবেন। তিনি বলেন, যানজট ঠেলে বাড়ি যেতে ভালো লাগে না। ঈদের ছুটি শেষে বাড়িতে যাব।

কাস্টমার তেমন নেই। ঈদের দিনও খোলা রাখবো। অন্য সময়ে এখানে অনেক যানজট থাকতো, আজকে দেখেন ফাঁকা। সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে। কালকে তো আরো ফাঁকা হয়ে যাবে। যতদিন মানুষ থাকবে না ঢাকা এরকম নিরিবিল থাকবে।

এদিকে ফাঁকা ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছে পুলিশ ও র‌্যাব। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, পুলিশের পক্ষ থেকে মূলত তিনটি পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঈদুল আজহা শান্তিপূর্ণ এবং নিরাপদে উদযাপনের লক্ষে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে মহানগর পুলিশ নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট পরিচালনা করছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তায় সব সময় সজাগ থাকে র‌্যাব। আসন্ন ঈদুল আজহায় র‌্যাবের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদে মানুষের নিরাপত্তায় গোয়েন্দা কার্যক্রম ও টহল জোরদার করা হয়েছে। এ সময় ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্যরা তৎপর আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button