খেলা
ডোপ কেলেঙ্কারিতে অলিম্পকে বাদ পড়তে পারে রাশিয়া।
রাশিয়াকে সব বড় ইভেন্ট থেকে বহিস্কার করা হতে পারে বলে হুঁশিয়ার করেছে আন্তর্জাতিক মাদক বিরোধী সংগঠন ওয়াডা ।
ল্যাবরেটোরিতে পরীক্ষার জন্য রাখা নমুনায় অসামঞ্জ্যতা পাওয়ার পর এ হুঁশিয়ারি দেয়া হয়। এ ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে তাঁদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে অভিযোগ উঠেছিলো রাশিয়ান অ্যাথলেটদের বলবর্ধক নিষিদ্ধ ওষুধ সেবন করানো হয়েছিলো। এরই মধ্যে অভিযোগ ওঠে রুশ সংশ্লিষ্টরা ল্যাবরেটোরিতে রাখা নমুনা সরিয়ে ফেলেছে অথবা নমুনায় অসামঞ্জ্যস্যতা রয়েছে। অভিযোগ প্রমানিত হলে আগামী বছর অলিম্পিক গেমস এবং ২০২২ সালের বিশ্বকাপেও নিষিদ্ধ হতে পারে রাশিয়া। তবে, আন্তর্জাতিক মাদক বিরোধী সংস্থার প্রধান জনাথন টেলর জানান তদন্ত রিপোর্ট পেলেই ব্যাবস্থা নেয়া হবে।