
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রশাসনিক জটিলতার কারণে অনেক গাড়ি ফেরত দেওয়া যায় না। সেগুলো বছরের পর বছর খোলা আকাশের নিচে থাকে, রোদ-বৃষ্টিতে নষ্ট হয়। ধুলা জমে, মশা জন্মায়, কিন্তু এগুলো রাখার অন্য কোনো জায়গা নেই।
কাফরুল থানায় গিয়ে দেখা যায়, জায়গার অভাবে একটি গাড়ি আরেকটির ওপর তুলে রাখা হয়েছে। অনেক গাড়ি এতে করে চাপা পড়ে ভেঙে গেছে। অনেকগুলোর টায়ার, জানালা কিংবা বডি নেই।
রাজধানীর প্রায় ৫০টি থানায় একই অবস্থা। অপরাধ বা ট্রাফিক মামলার জব্দ গাড়িগুলো বছরের পর বছর এমনভাবেই পড়ে থেকে নষ্ট হচ্ছে।
শাহ আলী থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, আমাদের থানায় সাতটি গাড়ি আছে। এর মধ্যে চারটি পুরোপুরি ভেঙে গেছে। তিনজন মালিক কখনও কখনও আসেন, কিন্তু সব কাগজপত্র না থাকায় নিয়ে যেতে পারেন না। জায়গার অভাবে কিছু গাড়ি ফুটপাথে রাখা হয়েছে।
শাহ আলী থানায় গিয়ে দেখা যায়, রাস্তার ওপরও মোটরসাইকেল ও গাড়ি ফেলে রাখা।
থানার ওসি গোলাম আজম বলেন, থানাটা ছোট। তাই কিছু গাড়ি বাইরে রাস্তায় রাখা হয়েছে। নষ্ট গাড়িগুলোর পাহারার মতো পর্যাপ্ত জনবলও নেই।

স্থানীয়রা জানান, এই পরিত্যক্ত গাড়িগুলোর আশপাশে চোর ও ভবঘুরে শিশুরা ঘোরাফেরা করে। রাতে কেউ কেউ এসে যন্ত্রাংশ খুলে নেয়। কেউ কেউ গাড়ির ভেতর ঘুমায় বলেও জানান এক বাসিন্দা। ফলে এই গাড়িগুলো অনেক জায়গায় জনদুর্ভোগ ও মশার প্রজননস্থলে পরিণত হয়েছে।
বানানী থানার সামনে প্রায় ৩৮টি গাড়ি, কয়েকটি মোটরবাইক ও একটি পিকআপ সেখানকার পাঁচটি রাস্তার জায়গা দখল করে আছে। থানার সামনের ২০ ফুট চওড়া রাস্তায় দুই সারিতে পরিত্যক্ত গাড়ি রাখা, ফলে প্রতিদিন যানজট হয়।
দেখা যায়, পথচারী ও চালকরা বিরক্ত। এক পথচারী বলেন, পুলিশ এগুলো সরায় না কেন? রাস্তার অর্ধেক ব্লক হয়ে আছে।
ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, সন্ধ্যায় যান চলাচল বাড়লে ভোগান্তি আরও বাড়ে।
বানানী থানার ওসি রাসেল সরওয়ার বলেন, এই গাড়িগুলো আদালতের আলামত। আদালতের আদেশ ছাড়া সরানো যায় না। এটা আমাদের জন্যও বোঝা। ট্রাফিক কর্তৃপক্ষও বলে সরাতে, কিন্তু পারি না।
ওসি আরও বলেন, গত ১৪ মাসে কোনো মালিক বৈধ আদালতের কাগজপত্র নিয়ে গাড়ি নিতে আসেননি। ৯৯৯ হটলাইন থেকেও ফোন আসে, এই গাড়িগুলো সরাতে বলা হয়। এলাকার মানুষও অভিযোগ করে, কিন্তু আদালতের আদেশ ছাড়া আমরা কিছু করতে পারি না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক-প্রশাসন ও পরিকল্পনা) আনিসুর রহমান বলেন, আমাদের কোনো স্থায়ী ইম্পাউন্ড লট বা ডাম্পিং স্টেশন নেই। তাই গাড়িগুলো থানার ভেতর বা রাস্তার পাশে রাখতে হয়।
আনিসুর রহমান আরও বলেন, আমরা চারটি অস্থায়ী জায়গা ব্যবহার করছি -শাহবাগ, বসিলা, পোস্তগোলা ও উত্তরা পুলিশ লাইন। স্থায়ী চারটি ডাম্পিং স্টেশনের জন্য আবেদন করা হয়েছে। পেলে এই সমস্যা কমবে।

জব্দ গাড়ির যন্ত্রাংশ চুরি ও ক্ষতির বিষয়ে নিয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফাইন্যান্স ও প্রোকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেন, আমাদের সম্পদ সীমি’। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন বলেন,’আদালতেরও জব্দ গাড়ি রাখার জায়গা নেই। বিচার শেষ হলে আদালতের আদেশে পুলিশ সেগুলো সরাতে পারে।



