Leadজাতীয়রাজকূট

চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস

চার দিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো।

গত ৪ জুন রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সফর-পূর্ব আলোচনার অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, যুক্তরাজ্যে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এই সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলেন, ‘প্রধান উপদেষ্টা ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন।’

এই সফরে ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ছাড়াও নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়াও তার অংশগ্রহণে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

Related Articles

Leave a Reply

Back to top button