কৃষিযন্ত্র কিনতে সহজ শর্তে ঋণ মিলবে কৃষকের

কৃষকদের সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র কিনতে সহজ শর্তে ঋণ দেওয়ার অনুমোদন দিয়ে ‘জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা-২০১৯’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বুধবার (০৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নীতিমালা হলে দেশে কৃষি যান্ত্রিকীকরণের পরিধি আরও সম্প্রসারিত হবে। সেক্ষত্রে শ্রমিকের ঘাটতি পুষিয়ে নেওয়া যাবে।
তিনি বলেন, ১০ থেকে ২০ লাখ টাকার যন্ত্র যারা কিনতে পারবেন না, তারা যেন সমবায় করে কিনতে এবং ম্যানেজ করতে পারেন সে সুবিধা হবে। যেহেতু এই যন্ত্রগুলো সিজনাল, সারাবছর এটা ব্যবহার হবে না। মন্ত্রিসভা অনুশাসন দিয়েছে ব্যক্তিপর্যায়ে তো কিনতে পারবেই, এটা যেন সমবায় পদ্ধতিতে কেনা ও ব্যবহার করা যায়।
‘কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা অনুমোদিত হওয়ায় দেশে কৃষি যান্ত্রিকীকরণের পরিধি আরও সম্প্রসারিত হবে। এই নীতিমালার আওতায় কৃষকরা সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র কেনার সুযোগ ও সহজ শর্তে ও ন্যূনতম সুদ বা সুদবিহীন ঋণ সুবিধা পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিযন্ত্র ব্যবহারে ফসল রোপণ, কাটা, মাড়াইয়ে শ্রমিক অনেক কম লাগবে। ফলে কৃষি শ্রমিকদের অপ্রতুলতা মোকাবিলা করে কৃষি উন্নয়নের গতি বৃদ্ধি পাবে, ফসলের অপচয় রোধ হবে। শ্রমিক খরচ কম হওয়ার ফলে উৎপাদন খরচ কমে আসবে। কৃষকরা লাভবান হবেন।