
কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার লড়াইয়ে বিজয়ী হওয়ার পরের সরকার। এই সরকারের নেতৃত্বে লড়াইয়ে বিজয়ী হইনি। দীর্ঘদিন ধরে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তারই ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসকের পতন হয়েছে ‘
ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও মানুষের পুরো দাবি বাস্তবায়িত হয়নি দাবি করে তিনি বেলন, ‘ভোটাধিকার এখনও ফিরে পায়নি মানুষ। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়নি।’
বিএনপির এই নেতা বলেন, ‘ইসি নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছে। বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির যারা বিরোধিতা করছে, তারা কোন যুক্তিতে পেছাতে চায়?’
বিএনপিই প্রথম সংস্কারের দাবি জানিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘সরকার এবং সব রাজনৈতিক দল যেসব সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে, সবই বিএনপির প্রস্তাবে আছে। এর সবই বিএনপির প্রস্তাবের পরিপূরক।’
বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে দাবি করে তিনি বলেন, ‘কিন্তু সংস্কার একবারই করার বিষয় নয়। ঐকমত্যের মাধ্যমে জুন-জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না।’
‘সংকট মোকাবিলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই। সরকার যত দ্রুত বুঝবে ততোই মঙ্গল,’ বলেন নজরুল ইসলাম।