রাজকূট
ইভিএমের কারণে ভোট গ্রহণে দেরি হচ্ছে: তাবিথ

ইভিএম এ ভোট দেবার কারণে ভোট গ্রহণে দেরী হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। রাজধানীর একটি ভোটকেন্দ্রে ভোট দেবার পরে তিনি এ অভিযোগ করেন।একই সাথে বিএনপির এজেন্টদের বের করে দেবার অভিযোগও করেন তিনি। যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন সেগুলো স্থগিতের কথা বলেছেন তিনি। ভোটার উপস্থিতি কমের কারন হিসেবে তিনি বলেন, ভোটাররা আস্থা পাচ্ছেন না বলে ভোট কেন্দ্রে আসছেন না। যেসব ভোটার ভোট দিয়েছেন তারা কেউ ইভিএম নিয়ে অভিযোগ তুলোননি এমন বিষয়ে তাবিথকে প্রশ্ন করা হলে তিনি বলেন কেউ সহজ বোধ করলে সে বিষয়ে আমার কোন বক্তব্য নেই। শেষপর্যন্ত নির্বাচনে থাকবেন বলেও জানান তাবিথ আউয়াল।