ইন্দোর টেস্টে দেড়শ’তেই শেষ বাংলাদেশের ইনিংস
ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ভারতের বোলিংয়ের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ। দেড়শ’ রানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার পর ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে দিন শেষে করেছে ভারত।
শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুমিনুলের। আর ইশান্ত, উমেশ যাদব, শামিদের সুইং বিষে বাংলাদেশের টপ অর্ডারের বিপর্যয়। শুরুটা উমেশ যাদবের বলে, ৬ রানে বিদায় ইমরুলের । এরপর ইশান্ত শর্মার বলে আরেক ওপেনার সাদমান ক্যাচ দেন উইকেটের পেছনে।
বেশি দুর যেতে পারেননি মোহাম্মদ মিথুনও। মাঝে আশা জাগিয়েছিলেন মুমিনুল ও মুশফিক। কিন্তু উইকেটে থিতু হয়েও বল বুঝতে না পরার যন্ত্রণা পুড়িয়েছে মুমিনুলকে।
অভিজ্ঞ মাহমুদুল্লাহর আউটের ধরণই বলে দেয় মন:সংযোগ নেই তার ।
শেষ পর্যন্ত আশা ছিলো সর্বোচ্চ ৪৩ রান করা মুশফিককে ঘিরে। শামির ইনসুইংয়ে পরাস্ত অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষ দিকের ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আবু জায়েদের বলে রোহিত শর্মা আউট হন ৬ রানে। তবে শেষ বিকালে মায়াঙ্ক আগারওয়াল এবং চেতশ্বর পুজারা আর বিপদ হতে দেননি। আগারওয়াল ৩৭ এবং পুজারা ৪৩ রানে অবিচ্ছিন্ন আছেন।