খেলা

ইডেনে বাংলাদেশ-ভারত টেস্ট দিবা-রাত্রির!

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। ম্যাচটি দিবা-রাত্রির হতে পারে। ভারতে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ভারতের কাছ থেকে দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছি। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।
এর আগেও ফ্লাড লাইটে টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে একটি গোলাপি বলের টেস্ট খেলার আমন্ত্রণ থাকেও সাড়া দেয়নি বিসিবি।
বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতা টেস্টকে আকর্ষণীয় করে তুলতে চান নতুন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীকে ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণও করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button