ক্রীড়াঙ্গন
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে জয়

এনএনবি ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ফেরানো হলো ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়কে। মঙ্গলবার (৪ নভেম্বর) বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৪ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি।
গত জুনে শ্রীলঙ্কা সফরে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে জায়গা হয়নি তিনজনের। তারা হলেন ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়, ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও অফ স্পিনার নাঈম হাসান।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।


