জাতীয়

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মদের কারখানা, ক্যাসিনো!

ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো সামগ্রী উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার বিকাল ৫টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ওই বাড়িতে এ অভিযান শুরু হয়।
অধিদপ্তরের একজন কর্মকর্তা নিউজ নাউ বাংলাকে বলেন, ‘ প্রাথমিকভাবে ক্যাসিনো সামগ্রী এবং মদ, বিয়ার ও সিসা পাওয়া গেছে।’
বাড়িটিতে মদ তৈরির কারখানা পাওয়া গেছে বলেও জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
একই হোল্ডিং এ পাশাপাশি দুটি ভবনে অভিযান চালানো হয়। একটি ভবনের ছাদের এক কোনে ক্যাসিনো সামগ্রী, আরেক ভবনের চার তলার একটি কক্ষে বিপুল পরিমাণ মদ পাওয়া যায় বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা।
গত মাসে ক্যাসিনোবিরোধী অভিযানে ঢাকার ক্লাব পাড়ায় র‌্যাবের অভিযানের পর অভিযানে নামলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই’র নাম এসেছিল।
অভিযানে গুলশানের ওই বাড়ি থেকে দুই তত্ত্বাবধায়ক পারভেজ ও নবীনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের সময় বাড়িটিটতে ছিলেন না আজিজ মোহাম্মদ ভাই।

Related Articles

Leave a Reply

Back to top button