জাতীয়

প্রিয়া সাহার বক্তব্যের একাংশ নিয়ে হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আপত্তি

ট্র্যাম্পের কাছে দেয়া প্রিয়া সাহার বক্তব্যের একাংশ নিয়ে আপত্তি তুলেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ।।সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, নির্যাতিত সংখ্যালঘুদের সংখ্যা যদি স্বাধীন বাংলাদেশের পর থেকে ধরে বলা হয় তবে তা অসত্য।। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।।রানা দাশগুপ্ত বলেন, প্রিয়া সাহার বাড়ী জ্বালিয়ে দেয়া হয়েছিলো তা সতৎ।।সেটার বিচার দেশে চাওয়ার পরও না পাওয়ায় ক্ষোভ থেকে হয়তো ট্র্যাম্পের কাছে বিচার চেয়েছেন প্রিয়া সাহা।।প্রিয়ার বক্তব্যে পানি ঘোলা হলেও কিছু মহল তা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে বলেও মনে করেন তিনি।। রানা বলেন,বাংলাদেশ কোন বিচার পাচ্ছে না সংখ্যালঘুরা।।সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে দ্রুত সরকারের নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন তৈরি করতে হবে।।প্রিয়াকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য, তিনি দেশে ফিরলে ট্র্যাম্পের কাছে দেয়া তার বক্তব্য বিষয়ে জানতে চাওয়া হবে বলেও জানান পরিষদের এই নেতা।।
বাংলাদেশে এখনো সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন জানিয়ে তিনি আরো বলেন, তবে তা আগের তুলনায় কিছুটা কম

Related Articles

Leave a Reply

Back to top button