জাতীয়

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে জনসভায় যাবেন প্রধানমন্ত্রী

আগামী ১০ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-ভাঙ্গা রেল পথের। এ উপলক্ষ্যে ঢাকা থেকে ট্রেনে করে পদ্মা রেল সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙ্গা উপজেলা সদরের কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যার দিকে ভাঙ্গা রেলওয়ে জংশন ও ভাঙ্গার সমাবেশস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
জনসমাবেশস্থল পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলওয়ে জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর চাচার নামে করা কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর ফরিদপুরে আগমন উপলক্ষ্যে গতকাল আওয়ামী লীগের নেতা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সভা হয়েছে। প্রধানমন্ত্রীর ফরিদপুর সফরকে নিরাপদ ও জনসভার স্থানকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button