জাতীয়

কওমি মাদ্রাসায় রাজনীতি নিষিদ্ধ

সব ধরনের রাজনীতি থেকে কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের ‘মুক্ত’ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মাদ্রাসাগুলোর সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। হেফাজতে ইসলামকে ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই রবিবার রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় বোর্ডের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আল-হাইআতুল উলয়া’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষক প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সভায় কওমি মাদ্রাসার বিষয়ে অন্য কারও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে। এই বোর্ডের অধীন এক বা একাধিক বোর্ড কিংবা কোনো সংগঠন বা ব্যক্তি আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত ছাড়া পৃথকভাবে কওমি মাদ্রাসার বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারবে না।“

মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি ও হরতালকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। সে সময় পুলিশের সাথে সংঘাতে প্রাণহানিও হয়।

বিক্ষোভ–সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতা–কর্মীদের বিরুদ্ধে অন্তত ৭৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতা–কর্মী ও সমর্থকেরা গ্রেপ্তার হচ্ছেন।

এর মধ্যে রবিবার পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা বিভিন্ন কওমি মাদ্রাসার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতৃস্থানীয় পদে রয়েছেন। এই প্রেক্ষাপটে রোববার বোর্ডগুলোর নিয়ন্ত্রক সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ সভা করে শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে রাখার সিদ্ধান্ত জানাল।

বোর্ডের অফিস সম্পাদক অছিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলমান অস্থিরতা থেকে এই শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং আলেমদের মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় দ্বীনি কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিতে এই সভা অনুষ্ঠিত হয়।”

সভায় উদ্ভূত পরিস্থিতিতে গ্রেপ্তার হওয়া কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা এবং মসজিদের ইমাম ও মুসল্লিদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানোর কথাও বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারকে জানাতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে। মুফতি রুহুল আমীন, মুফতি মোহাম্মদ আলী ও মুফতি জসীমুদ্দীন থাকবেন এই প্রতিনিধি দলে।

এসব সিদ্ধান্ত বাস্তবায়ন এবং কওমি মাদ্রাসা সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তত্ত্বাবধানের জন্য ১৫ সদস্যের একটি ‘বাস্তবায়ন সাব-কমিটি’ গঠন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, নূরুল ইসলাম জিহাদী, সাজিদুর রহমান, আব্দুর রহমান হাফেজ্জী, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, ছফিউল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, মুছলেহুদ্দীন রাজু, উবায়দুর রহমান মাহবুব, মহাসচিব মাহফুজুল হক, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার সভাপতি মুফতি রুহুল আমীন ও মহাসচিব শামসুল হক, আযাদ দীনী এদারায়ে তা‘লীম এর মহাসচিব আব্দুল বছীর; তানজীমুল মাদারিসের সভাপতি মুফতি আরশাদ রাহমানী, মহাসচিব ইউনুস এবং মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ ইসমাইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button