জাতীয়

১২ কেজি এলপিজির দাম বাড়লো ১৪১ টাকা

প্রতি কেজি এলপি গ্যাসের দাম ৯৪.৯৬ টাকা হিসেবে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা।

গত মাসে ১২ কেজির দাম ছিল ৯৯৯ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৪৬.৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫২.১৭ টাকা করা হয়েছে। নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান প্রমুখ।

জানা যায়, ২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দাম ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দাম ঘোষণার সময় বলা হয়েছিল, আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দাম উঠানামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অরপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দাম ঘোষণা করে আসছে বিইআরসি।

Related Articles

Leave a Reply

Back to top button