বিবিধ

এসএসসি ৯৭ এবং এইচএসসি ৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

একই ব্যাচে স্কুল-কলেজের গন্ডি পেরুনো প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় রঙিন হলো রাজধানীর সি-শেল পার্ক। শুক্রবার ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুনে অনুষ্ঠিত এই মহামিলনমেলায় যোগ দেন এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ সালের বন্ধুরা।

সারাদেশ থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী তাদের পরিবারসহ একসাথে জড়ো হন। বিনামূল্যে রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পুরষ্কার বিতরণী ও র‍্যাফেল ড্রসহ নানা কর্মসূচি চলে দিনভর। পারিবারিক মহামিলনমেলা উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করা হয়। ভার্চুয়াল জগতের বাইরে বাস্তবে সম্পর্কের উন্নয়নে নানা উদ্যোগ নিয়ে আসছে এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্প, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তাসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজ করে থাকেন এই প্রাক্তন শিক্ষার্থীরা। একই ব্যাচের বন্ধুদের বিভিন্ন বিপদেও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয় সংগঠনটির পক্ষ থেকে। ২০১৭ সালের ২ জানুয়ারি থেকে দেশ-বিদেশের প্রায় ২৫ হাজার প্রাক্তন শিক্ষার্থী নিয়ে গঠিত হয় সংগঠনটি। এর প্রতিষ্ঠাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত।

Related Articles

Leave a Reply

Back to top button