জাতীয়

সারাদেশে ঈদের জামাতে থাকবে কঠোর নিরাপত্তা

সারাদেশে ঈদের নামাজের জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

আইজিপি বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় রাত কিংবা দিন সব সময় পুলিশের কড়া নিরাপত্তা থাকবে। শুধু ঢাকাতেই নয় বড় বড় শহরগুলোসহ গ্রামেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এসময় ফাঁকা বাড়িতে মূল্যবান সম্পদ নিকটাত্মীয় অথবা নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের সব বিশেষায়িত দল প্রস্তুত আছে। স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।

ঈদের মাঠে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, যেখানে ঈদ আগের দিন পালন করবে, সেখানেও একই ব্যবস্থা থাকবে।

মহাসড়কে নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ কাজ করছে। চালকদেরও সচেতন হতে হবে। এবার আশা করি দুর্ঘটনা কমবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে দিনের বেলা মহাসড়কে চাপ কম থাকবে। রাতে বাড়বে। তাই আমরা সব বাহিনী একসঙ্গে কাজ করছি।

কাপড়ের বাজারে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাগুলো পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে।

তিনি আরো বলেন, “এগুলো নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

Related Articles

Leave a Reply

Back to top button