খেলা

ক্রিকেট মাঠেই ফ্রাঞ্চাইজির মালিককে বিয়ের প্রস্তাব!

খেলার মাঠেই বিয়ের প্রস্তাব, এমন ঘটনা ঘটেছে, দক্ষিণ আফ্রিকায় এসএটোয়েন্টি লিগের চলমান প্রথম আসরে।

পার্ল রয়্যাল বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ চলাকালীন কাব্যকে ওই ফ্য়ান বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

পার্ল রয়্যালের ইনিংসের অষ্টম ওভারের পরের ঘটনা। ক্যামেরা ফ্যানের দিকে প্যান করতেই দেখা যায় যে, ওই ফ্যান হাতে প্ল্যাকার্ড ধরে বসে আছেন, সেখানে বড় বড় করে লেখা, ‘কাব্য় মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?’ এই লেখার সঙ্গেই হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।
লিগের অফিসিয়াল টুইটারে সেই ভিডিও আপলোড করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় এসএটোয়েন্টি লিগের চলমান প্রথম আসরে সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ অংশ নিয়েছে। ক্রিকেটের অন্ধভক্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালকিন কাব্য মারান। ৩০ বছরের কাব্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ অংশ নিয়েছে রামধনু দেশের এই লিগে।

Related Articles

Leave a Reply

Back to top button