ঢাকা ভিশন এবং ঢাকা মিড ভ্যালী গ্রীন লিও ক্লাবের বিজয় দিবস পালন
ঢাকা ভিশন এবং ঢাকা মিড ভ্যালী গ্রীন লিও ক্লাবের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস পালিত।
সফল হলো ‘৪৮ তম মহান বিজয় দিবস’ উপলক্ষে ঢাকা ভিশন লিও ক্লাব এবং @ঢাকা মিড ভ্যালী গ্রীন লিও ক্লাব আয়োজিত চিত্রাঙ্কন, গজল, কবিতা আবৃত্তি, গান ও নাচ প্রতিযোগিতা-২০১৯।
ঢাকার নতুন বাজার হাজী মার্কেট এলাকায় অবস্থিত ‘অগ্রনী পাবলিক স্কুল’ এ প্রায় ১০০ জন শিক্ষার্থী নিয়ে চিত্রাঙ্কন, গজল, কবিতা আবৃত্তি, গান ও নাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছয়টি ইভেন্টে ১ম, ২য়, ৩য় মোট আঠারো জন বিজয়ীর হাতে পুরষ্কার স্বরূপ শিক্ষা উপকরণ এবং বাকি শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার স্বরূপ রংপেন্সিল প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব চেয়ারম্যান লায়ন শেখ ওবায়েদ উল্লাহ্, ক্লাব এডভাইজার লায়ন মুনীরুজ্জামান খন্দকার, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিশন এর সম্মানিত প্রেসিডেন্ট লায়ন হারুনুর রশিদ।
আরো উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর সম্মানিত ট্রেজারার লিও মির হোসাইন মাসুদ, জেলা কো-অডিনেটর লিও মোহাম্মদ রিফাত রহমান, জোন ডিরেক্টর-১ লিও মোক্তাদির হাসান সিফাত, জেলার জয়েন্ট সেক্রেটারি এবং ঢাকা ভিশন লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও জাকিয়া সুলতানা, ঢাকা মিড ভ্যালী গ্রীন লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও শাহজাদা বিশাল, ঢাকা ভিশন লিও ক্লাবের ট্রেজারার লিও গালিব হাসান, সদস্য গোলাম মাওলা বাঁধন, জাবালে নূর আদনান, মেহেদি হাসান তানভীর। অগ্রনী পাবলিক স্কুল এর সম্মানিত শিক্ষক এস. এম ইসতিয়াক আহম্মেদ সীয়াম, ইসরাত জাহান সম্পা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অগ্রনী পাবলিক স্কুল’ এর সম্মানিত প্রধান শিক্ষক “জনাব এস. এম ইয়াছিন।