খেলা

শ্রীলঙ্কা সিরিজ অবশ্যই খেলব: সাকিব

সাকিব আল হাসান জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে সিরিজে খেলবেন তিনি। এর প্রস্তুতি হিসেবে প্রিমিয়ার লিগের সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন তিনি।

আজ বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বাঁহাতি অলরাউন্ডার বিমানবন্দরে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটায় (শ্রীলঙ্কা সিরিজ) সন্দেহের তো কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটা অন্য বিষয়। তবে হ্যাঁ, অবশ্যই খেলব।’

এই তারকা অলরাউন্ডার আরও বলেন, ‘এখন ভালো অনুভব করছি। মনোযোগটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা করব পরবর্তী যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’

মানসিকভাবে ভালো অবস্থানে না থাকায় দক্ষিণ আফ্রিকায় শুরুতে যেতে চাননি সাকিব। পরে সেখানে গেলেও কেবল ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরতে বাধ্য হন পরিবারের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ায়।
বাঁহাতি এই অলরাউন্ডার দেশে ফিরে পরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র চলে যান। ক্যানসার আক্রান্ত হয়ে সাকিবের শাশুড়ি মারা গেলেও ওই অবস্থায় মেয়েকে একা রেখে দেশে ফিরতে পারেননি। সব মিলিয়ে পারিবারিকভাবে কঠিন সময় পার করতে হয়েছে।

বৃহস্পতিবার থেকে সাকিব সুপার লিগের বাকি চারটি ম্যাচ খেলবেন।

আগামী ১৫ মে শুরু হচ্ছে লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৮ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের। ১৫-১৮ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টেস্ট হওয়ার কথা।

Related Articles

Leave a Reply

Back to top button