আন্তর্জাতিকজাতীয়

অভিজিৎ হত্যাকারীদের তথ্য দিলে ৪৩ কোটি টাকা পুরস্কার

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের বিষয়ে তথ্য দিলে ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।

সোমবার এ সংক্রান্ত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ বিভাগ।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’-এর ভেরিফায়েড টুইটার আইডিতে ‘বাংলাদেশে মার্কিন নাগরিকদের ওপর হামলার জন্য তথ্য দিলে পুরস্কার’র কথা উল্লেখ করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরোনোর সময় আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে।’

সেখানে তারা আরও উল্লেখ করে, ‘ওই হামলায় জড়িত থাকায় বাংলাদেশের একটি আদালত ছয়জনকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। আসামিদের মধ্যে দুজন-সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) ও আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়েছিল। তারা এখনো পলাতক।’

Related Articles

Leave a Reply

Back to top button