রাজনীতি

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে বিএনপি

‘স্বাধীনতা সূর্বণ জয়ন্তী উদযাপন’ উপলক্ষে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শনিবার (২ জানুয়ারি) দলটির গুলশান চেয়ারপারসন অফিসে, মুক্তিযুদ্ধের সন্মাননা কমিটির অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির প্রতিষ্ঠা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলে রয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। বিএনপি’র উদ্যোগে উদযাপন হতে যাচ্ছে স্বাধীনতা সূর্বণজয়ন্তী। আমরা মুক্তি বীর যুদ্ধাদের সন্মাননা দেবো, যে সন্মাননা জাতি শ্রদ্ধাভরে স্বরণে রাখবে।

সভায় খন্দকার মোশাররফ হোসেন আহ্বায়ক স্বাধীনতা সূর্বণজয়ন্তী উদযাপন কমিটি ও সদস্য স্থায়ী কমিটি বিএনপি, গয়েশ্বর চন্দ্র রায় আহ্বায়ক স্বাধীনতা সূর্বণজয়ন্তী উদযাপন প্রচার কমিটি ও সদস্য স্থায়ী কমিটি, বিএনপি, নজরুল ইসলাম খান আহ্বায়ক স্বাধীনতা সূর্বণজয়ন্তী উদযাপন ময়মনসিংহ বিভাগীয় কমিটি বিএনপি,শাহজাহান ওমর বীর উত্তম আহ্বায়ক স্বাধীনতা সূর্বণজয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধাদের সন্মাননা কমিটি ও ভাইস-চেয়ারম্যান বিএনপি, অ্যাডভোকেট ফজলুর রহমান সদস্য চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল ও ১ নম্বর সদস্য স্বাধীনতা সূর্বণজয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধাদের সন্মাননা কমিটি বিএনপি।

Related Articles

Leave a Reply

Back to top button