মানবিকতা, সততায় উজ্জ্বল ওসি আব্দুল কাদের

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: মানবিকতা, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঘুচিয়েছেন বাহিনীর বদনাম। পাশাপাশি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক সেবন, চুরি, ডাকাতি ও ইভটিজিং বন্ধেও নিয়েছেন কার্যকরী পদক্ষেপ। এতে মানুষের মন জয় করে তাদের প্রশংসায় ভাসেছেন তিনি। তার নাম মো. আব্দুল কাদের; তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
আবদুল কাদের ২০২৪ সালের ১১ ডিসেম্বর কসবা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তিনি যে বলিষ্ঠ অবস্থান নিয়েছেন, তাতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে; মাদক কারবারিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবেও পান সম্মাননা। তাই তো কসবা থানা এলাকার মানুষের কাছে মানবিক ওসি হিসেবেই পরিচিত।
অপরাধ দমনে কঠোর ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাস্তবে তার নেতৃত্বে কসবা থানা এলাকায় চলমান মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে সফলতা অর্জন করেছে। যা জনগণের মধ্যে পুলিশি কার্যক্রমের প্রতি নতুন আস্থা তৈরি করেছে। ফলে কসবা বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সবখানেই মানুষের একটাই কথা-ওসি আব্দুল কাদের আসার পর মাদকের দৌরাত্ম্য কমেছে।
মানুষ এখন নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিচ্ছে। স্থানীয়দের মতে, তিনি রাত-দিন সমান তৎপরতা দেখিয়ে এলাকা ঘুরে দেখেন, অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
সচেতন মহলের মূল্যায়ন সচেতন নাগরিক সমাজ বলছে— ওসি কাদের শুধু অভিযানে নয়, প্রতিরোধমূলক কাজেও নজর দিয়েছেন। স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় সব মিলিয়ে কসবা এখন মাদকমুক্তির পথে এগোচ্ছে।
মাদকমুক্ত কসবার লক্ষ্যে সামনের পথ –ওসি আব্দুল কাদেরের নেতৃত্বে কসবা থানা ইতোমধ্যে মাদকবিরোধী কার্যক্রমে একটি মডেল হিসেবে আলোচনায় এসেছে। তার কর্মতৎপরতা, দৃঢ় অবস্থান ও মানবিক আচরণ এলাকাবাসীর মনে পুলিশ প্রশাসনের প্রতি নতুন আস্থা তৈরি করেছেন। তিনি কসবা অপরাধ দমনে ও মাদক উদ্ধারে জেলা পুলিশ থেকে ১০ বার সম্মাননা স্মারক পেয়েছেন যা অন্য কোনো ওসি পাননি।
ওসি আব্দুল কাদের বলেন, সকল প্রশংসা আল্লাহর ও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আমার থানা এলাকার মানুষের সহায়তা ও থানার স্টাফদের সহযোগিতা পেয়েছি তাই আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। নির্বাচনজনিত কারণে আমার বদলি হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন।



